নারায়ণগঞ্জ প্রতিদিন:
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট খোকন সাহা বলেছেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ওসমান পরিবারের জন্য সবাইকে নিবার্চনী মাঠে থাকতে হবে। তাদেরকে বিজয়ী করার লক্ষে সকল নেতাকমীর্কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি। মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি—জামাতের আগুন সন্ত্রাস ও অপরাজনীতীর বিরুদ্ধে দেশবাসীর শান্তি কামনায় এক দোয়ার অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন, না:গঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বাবু চন্দন শীল, মহানগর তাতী লীগের আহবায়ক চৌধুরী ফারুক সাহেদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জিএস আরমান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকমীর্রা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া করা হয় ।
Leave a Reply