নারায়ণগঞ্জ প্রতিদিনঃ
বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষায় ও সকল প্রকার নৌযান তৈরীতে সক্ষমতা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। দুপুরে নারায়ণগঞ্জ বন্দরের মাহমুদনগর এলাকায় কর্ণফুলী শিপ বিল্ডার্সে বিআইডব্লিউটিএ’র জন্য চারটি “কাটার সাকশান ড্রেজার” এবং মোংলা বন্দরের জন্য একটি ‘বয়া লিফটিং জাহাজ’ নির্মাণ কাজের উদ্বোধন শেষে আলোচনা সভায় মন্ত্রী আরো বলেন, জিয়া, এরশাদ ও খালেদা জিয়ার আমলে ২১ বছর বঙ্গবন্ধু পরিবার নিয়ে যে অপপ্রচার চালানো হয়েছে তার কোন প্রমান তারা দিতে পারেনি। আর তারা শুধু শোসন করেছে কিছু দিতে পারেনি।
মন্ত্রী আরো বলেন, ইউরোপে চাল- তেলের দাম অনেক বেড়েছে অথচ আমাদের দেশে হরতাল করেছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মেসবাহ উদ্দিন চৌধুরী, মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়াল এডমিরাল মোহাম্মদ মুসা, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আহমদ শামীম আল রাজি, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান গোলাম সাদেক ও কর্ণফুলী শিপিইয়র্ড এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রশিদ ।
Leave a Reply