নারায়ণগঞ্জ প্রতিদিন:
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া উইংয়ের প্রধান নবীন জিন্দাল কর্তৃক নূর নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তির প্রতিবাদে ২১ জুন মঙ্গলবার বিকেল ৩টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বাংলাদেশ নাগরিক দল-বিএনডি ‘ র জেলা ও মহানগর কমিটির উদ্যোগে গনসমাবেশ হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনডির চেয়ারম্যান মিকাইল ইসলাম রাজ,প্রধান আলোচক ছিলেন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক এসএম মোর্শেদ বিশেষ অতিথি ছিলেন কো চেয়ারম্যান আবুল কালাম আজাদ,বীরমুক্তিযোদ্ধা আবু জাফর মোঃটিপু,জাকির আহমাদ,মাওলানা ছোলায়মান।
এতে নারায়ণগঞ্জ জেলার মুখপাত্র শাহ মোঃআল আমীন সিদ্দিকীর আহবানে কেন্দ্রীয়সহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।সমাবেশের এক পর্যায়ে চাষাড়া শহীদ মিনার থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাব গিয়ে জমায়েত হয়ে প্রধান অতিথি ও প্রধান আলোচকের বক্তব্য প্রদানের মধ্য দিয়ে গণসমাবেশের সমাপ্তি ঘটে।
Leave a Reply