নারায়ণগঞ্জ প্রতিদিনঃ
ভোলায় হবু স্বামীকে বেঁধে রেখে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার অন্যতম আসামি মো. আমজাদ হোসেন ওরফে আরিয়ানকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জের গোদনাইল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ভিকটিমের মোবাইল ফোন ও ছিনিয়ে নেওয়া টাকা।
মঙ্গলবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-১১ এর উপপরিচালক একেএম মুনিরুল ইসলাম।
আরিয়ান ভোলা জেলা সদরের চরমনসা গ্রামের মো. রুহুল আমিন চৌকিদারের ছেলে।
মামলার বরাত দিয়ে র্যাব জানায়, বিয়ে করার জন্য ভিকটিম ও তার হবু স্বামী গত এক মে ঢাকা থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে লঞ্চযোগে ইলিশা ঘাট পৌঁছান।
সেখান থেকে অটোরিকশা করে যাওয়ার সময় আরিয়ান আরও দুই সহযোগীসহ তাদেরকে পথ রোধ করে রিকশা থেকে নামিয়ে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়।
একটি কক্ষে হবু স্বামীকে বেঁধে রেখে আরেকটি কক্ষে নিয়ে তিনজন মিলে তরুণীকে ধর্ষণ করেন। পরে তারা ভিকটিমের সঙ্গে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনায় ৮ মে ভোলার সদর থানায় মামলা হয়। জিজ্ঞাসাবাদে আরিয়ান র্যাবের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছেন। তাকে সংশ্লিষ্ট থানায় মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply