রবিবার, মে ২২, ২০২২




narayanganj protidin

নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ প্রতিদিনঃ
টেলিভিশন সাংবাদিকদের সংগঠন, নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ঈদ পূর্ণমিলন অনুষ্ঠিত হয়েছ। শনিবার দুপুরে নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের দ্বিতীয় তলায় সিন্যামন রেস্টুরেন্টে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, উন্নয়ন, অর্থনীতি রাজনৈতিক ও সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সবচাইতে বড় ভূমিকা রাখে গণমাধ্যম। তিনি বলেন সমাজে ভালো নেতৃত্ব দেওয়ার মানুষ যদি তৈরি করা না যায় ভালো সমাজে বসবাস করা যায় না।
নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে এসোসিয়েশনের সভাপতি নাফিজ আশরাফের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কবি হালিম আজাদ, মাহবুবুর রহমান মাসুম, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ সহ অন্যরা।
সিংকঃ আনোয়ার হোসেন, প্রশাসক, নারায়ণগঞ্জ জেলা পরিষদ
Seen by Abdullah Mamun at 4:50 PM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

এই ক্যাটাগরীর আরো খবর