নারায়ণগঞ্জ প্রতিদিনঃ
নারায়ণগঞ্জে একসাথে তিন সন্তানের জন্ম দিয়ে স্বপ্নের পদ্মা সেতুর আদলে নাম রাখা হয়েছে স্বপ্ন, পদ্মা ও সেতু।
জেলা জুড়ে তোলপাড় সৃষ্টি করে পুরো নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে সদ্য জন্ম নেয়া তিন শিশু। একসাথে জন্ম নেওয়া তিন শিশুর মধ্যে ছেলের নাম স্বপ্ন ও এক মেয়ের নাম পদ্মা অপর জনের নাম সেতু রাখা হয়েছে। মা সহ তিন সন্তানই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক।
গত শুক্রবার রাতে এ তিন সন্তানের জন্ম দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের বাসিন্দা আশরাফুল ইসলাম অপুর স্ত্রী অ্যানি বেগম।
ভাইরাল হওয়া তিন শিশুর জনক আশরাফুল ইসলাম অপু জানিয়েছে, প্রধানমন্তী শেখ হাসিনার স্বপ্নের পদ্মা সেতুর আদলেই তার তিন সন্তানের এ নাম রেখেছেন তিনি। আর স্বপ্নের পদ্মার মতই তার তিন সন্তানের নাম স্মরণিয় হয়ে থাকবে বলে তিনি মনে করেন।
এর আগে এই দম্পতির ঘরে আবদুল্লাহ নামের ৪ বছরের আরও এক পুত্র সন্তান রয়েছে। আর এ অপারেশন করেছেন ডাঃ বেনজির হক পান্না।
ডাঃ বেনজির হক পান্না জানান, যখন আমি এক এক করে শিশুদের বের করছিলাম তখনই তাদের নাম রেখেছি স্বপ্ন, পদ্মা ও সেতু। যা কেটি মানুষের প্রানের স্পন্দন স্বপ্নের পদ্মা সেতুর আদলেই এ নাম করন করার চেষ্টা করেছি।
Leave a Reply