নারায়ণগঞ্জের ফতুল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দ্রুব দাস নামে এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যারা। মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের সামনে এঘটনা ঘটে। সে ওই এলাকার মাদব দাসের ছেলে এবং রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, তুচ্ছ ঘটনা নিয়ে ধ্রুবর সাথে পিয়াস নামে এক সহপাঠীর বাকবিতণ্ডা হয়। পরে বন্ধুদেরকে সঙ্গে নিয়ে দ্রুবকে ডেকে স্কুলের পাশে নিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ফতুল্লা মডেল থানার ওসি রিজাউল হক দিপু জানান, ধ্রুব নামে এক কিশোরকে কুপিয়ে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাচ জনকে আটক করা হয়েছে। দ্রুত রহস্য উদঘাটন করে সকল হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে ।
নিহতের বাবা আবু কালাম সরদার জানান, গত ১৩ মে দুপুরে বাসা থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক রুবেল আহমেদ জানান, একটি পরিত্যক্ত ইটভাটায় মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পরে পরিবারের লোকজন এসে সিয়ামের মরদেহ বলে শনাক্ত করে।
Leave a Reply