সোমবার, মে ১৬, ২০২২




সোনারগাঁও থেকে ককটেল-অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিদিনঃ

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ডাকাতির অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ককটেল ও দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। সোমবার ভোরে সোনারগাঁ থানার সোনাখালী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী অবস্থিত র‌্যাব-১১’র সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে উপ-অধিনায়ক মেজর মোঃ হাসান শাহরিয়ার এসব তথ্য জানান।
তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেশ কয়েকটি চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটে। র‌্যাবের একটি চৌকস গোয়েন্দা দল গোপনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাত প্রবণ এলাকায় কঠোর গোয়েন্দা নজরদারি শুরু করে এবং তথ্য-প্রযুক্তির সহায়তা এলাকার কিছু সক্রিয় ডাকাত সদস্যকে সনাক্ত করতে সক্ষম হয়। সোমবার ভোরে সোনারগাঁ থানার সোনাখালী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আজিজুল ইসলাম (১৮) সাইফুল ইসলাম ওরফে সাইদুর (২০), হৃদয় (১৮), তালিফ হোসেন (২৩), রাজু আহম্মেদ (২২),  ফারুক (১৯) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ৩টি ককটেল, ২টি চাইনিজ কুড়াল, ১টি চাপাতি, ২টি ছোড়া, ২টি লোহার রড, ৬টি টর্চ লাইট ও ২টি লোহার পাইপ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেশ কয়েকটি চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটে।উক্ত ডাকাতি সংক্রান্ত ঘটনাগুলোর প্রেক্ষিতে এলাকার সাধারণ জনগণ ও মহাসড়কে চলাচলরত যাত্রীসাধারণের মধ্যে ব্যপক আতঙ্কের সৃষ্টি হয়।

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

এই ক্যাটাগরীর আরো খবর