বৃহস্পতিবার, জানুয়ারি ১৩, ২০২২




না.গঞ্জে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ২৫ জন

নারায়ণগঞ্জ প্রতিদিন রিপোর্টার:

অধিকাংশ মানুষ করোনার টিকার আওতায় চলে আসলেও, তবুও আক্রান্তের রেশ কেটে উঠেনি।আজ সরকার বিধিনিষেধ ঘোষণা করেছে। নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় ২৫জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট ২৬ হাজার ৭শ’২০জন আক্রান্ত হয়েছেন। এছাড়া জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে নতুন করে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। নারায়ণগঞ্জে এ যাবৎ ৩শ’২৭জনের মৃত্যু হয়েছে, তবে এই সংখ্যা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আরও বেশী।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে এ তথ্য প্রকাশ করা হয়।

১২ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ৪শ’৭০জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে মোট ২ লাখ ৬ হাজার ৪শ’ ৭২জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে আড়াইহাজারে ০জন, বন্দরে ০জন, এনসিসি এলাকায় ১৩জন, রূপগঞ্জে ৬জন, সদর উপজেলায় ৬জন, সোনারগাঁও এলাকায় ০জন আক্রান্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − one =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

এই ক্যাটাগরীর আরো খবর