নারায়ণগঞ্জ প্রতিদিনঃ
প্লেনের ব্যাকআপ ইঞ্জিন তৈরির পরিকল্পনা করছে নারায়ণগঞ্জের গোগনগর ইউনিয়নের গোপচর এলাকার কাজী জহির হোসেন সুমন নামের এক যুবক।
কাজী জহির হোসেন সুমন দীর্ঘ পনেরো বছর ধরে গবেষণা করে প্লেনের ব্যাকআপ ইঞ্জিন তৈরি করার চেষ্টা করছেন। পনেরো বছরের গবেষনার পর তিনি প্লেনের ব্যাকআপ ইঞ্জিন তৈরি করতে সক্ষম হয়েছেন বলে দাবী করেন । একটি খেলনা প্লেনের ভিতর ব্যাকআপ ইঞ্জিন বসিয়ে তিনি তার গবেষণার বিষয়টি জানান কাজী জহির রায়হান।
গোপচর এলাকাবাসী বলেন, কাজী জহির ছোটকাল থেকে প্লেনের ইঞ্জিন তৈরির কথা চিন্তা করতো। এলাকা বাসীর ধারনা কাজী জহির হোসেন সুমন একদিন প্লেনের ইঞ্জিন তৈরি করতে সফল হবে।
তবে বিষয়টিকে খেলনা প্লেন থেকে আসল বিমান পর্যন্ত নিতে যে পরিমান টাকা, জায়গা ও অন্যান্য সাপোর্ট দরকার তা তার নেই বলে জানালেন কাজী জহির হোসেন সুমন। তার গবেষনালবদ্ধ ফলাফল বাস্তবে রুপ দিতে তিনি প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেন।
Leave a Reply