নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি চাঁদাবাজির মামলায় খালাস পেয়েছে চাঞ্চল্যকর ৭ খুন মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী নূর হোসেনসহ তার আরো তিন সহযোগী। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারাক সাবিনা ইয়াসমিন মামলার ৪ আসামিকেই খালাস দিয়ে রায় ঘোষণা করেন। খালাস প্রাপ্তরা হলেন, নূর হোসেন, তার ছোট ভাই নূর উদ্দিন, ভাতিজা শাহ জালাল বাদল ও লোকমান।
আদলতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) জাসমীন আহমেদ জানান, ২০১৪ সালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার বাসিন্দা সাইদুল ইসলামের করা চাঁদাবাজির মামলার আসামি ছিলেন সাত খুন মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি নূর হোসেন, তার ভাই-ভাতিজাসহ আট জন। মামলার তদন্ত শেষে পুলিশ ৪ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। মামলাটিতে মোট আটজন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে আদালত ৪ জনকেই রায়ে খালাস দিয়েছেন।
এর আগে সকালে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হয় নূর হোসেনকে। পরে হাজির হয় তার তিন সহযোগীকেও। আদালতের কার্যক্রম শেষে পুনরায় পুলিশি নিরাপত্তায় নুর হোসেনকে কাশিমপুরের উদ্দেশ্যে নেওয়া হয়।
Leave a Reply