নারায়ণগঞ্জ প্রতিদিনঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী শাহী জামে মসজিদের ইমামকে কথা বলতে বাধা দেয়ার অভিযোগ এনে এক পুলিশ কর্মকর্তাসহ দুজনকে লাঞ্ছিত করেছে বিক্ষুব্ধ মুসল্লিরা।
জুম্মার নামাজ শেষে মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ করার প্রস্তুতিকালে এবং ওই মসজিদের ইমামকে বক্তব্য দিতে নিষেধ করায় ওই হামলা চালায় মুসুল্লিরা। এসময় সিদ্ধিরগঞ্জ থানার এসআই আজিজুল হক সহ মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আহত হন।
মুসল্লিরা জানিয়েছেন, মসজিদের ইমামকে বক্তব্য দিতে বাধা এবং নবীজিকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ করতে না দেয়ায় এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান।
Leave a Reply