নারায়ণগঞ্জ প্রতিদিন:
ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টিতে মাহমুদুউল্লাহ রিয়াদের নেতৃত্বে মাঠে নামে বাংলাদেশ। তবে ফরম্যাট ও অধিনায়ক বদল হলেও টাইগারদের ভাগ্য বদল হয়নি।টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচের প্রথম ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৬৬ রানের এক বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের দেওয়া ২১১ রানের টার্গেটে খেলতে নেমে ১৪৪ রান তুলতে পারে বাংলাদেশ।যার ফলে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশের।
ম্যাচ শেষে মাহমুদউল্লাহ সাংবাদিকদের বলেন, “আমার মনে হয়, এটি তরুণদের জন্য ভালো একটি সুযোগ ছিল। বিশেষ করে নাইম শেখ, আফিফ, দুজন অভিষিক্ত (নাসুম ও শরিফুল) খেলোয়াড়ের জন্য। এটি তাদের জন্য সুযোগ বিশ্বকে দেখানোর, তারা কতটা ভালো। হ্যাঁ, আমরা হয়ত সবসময় সব অভিজ্ঞ খেলোয়াড়দের একসঙ্গে পাবো না, কিন্তু আমাদের সেটির সঙ্গে মানিয়ে নিতে হবে। কাউকে এগিয়ে আসতে হবে এবং দেখাতে হবে যে সে বাংলাদেশকে ম্যাচ জেতাতে সক্ষম।”
তিনি আরও বলেন, “আসলে, ইশ (সোধি) অভিজ্ঞ।সে কন্ডিশনকে দারুণভাবে কাজে লাগায়। এখানে বল একটু গ্রিপ করছিল। তবে আসলে একই ভুল বারবার করলে হবে না আমাদের, দ্বিতীয় ম্যাচে নিজেদের একটু তুলে ধরতে হবে।”
Leave a Reply