পটুয়াখালী ব্যুরো :
পটুয়াখালীর বাউফলে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ ও নাজিরপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুকসহ অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল রাত আটটার দিকে পৌর শহরের পাবলিক মাঠস্থ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত ইব্রাহিম ফারুক ও হারুন অর রশিদকে উদ্ধার বাউফল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিমে প্রেরন করে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, ২১ ফেব্রুয়ারী প্রথম প্রহরে শহীদ বেদীতে ফুল দেয়াকে কেন্দ্র করে সাবেক চীফ হুইপ আসম ফিরোজ এমপি গ্রুপ ও মেয়র জুয়েল গ্রুপের মধ্যে হাতহাতির ঘটনা ঘটে। এঘটনাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পাবলিক মাঠস্থ এলাকায় পৌছলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।
Leave a Reply