শনিবার, ফেব্রুয়ারি ২০, ২০২১




যেন ওনার বাবার সম্পদ মেয়র কে সেলিম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিদিন :

নারায়নগঞ্জ – ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তি যুদ্ধা আলহাজ্ব এ কে এম সেলিম ওসমান বলেছেন, আমি এক হাত দিয়ে দান করি আরেক হাতকে জানতে দেই না। প্রধানমন্ত্রী কোন উন্নয়ন করলে তিনি বলেন আমরা করে দিয়েছি। তিনি বলেন না আমি করেছি। কিন্তু উনি বলেন (মেয়র) আমি করে দিয়েছি। যেন ওনার বাপের সম্পদ।

নারায়ণগঞ্জের বন্দরে ধামগড় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহম্মেদের উদ্যোগে ধামগড় ইউনিয়নের সর্ব সাধারনের সাথে উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে  সদস্য তিনি এসব কথা বলেন। এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি ও বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট আবু হাসনাত মোঃ শহিদ বাদল, নারায়নগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট খোকন শাস, সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দন শীল, আহবায়ক নারায়নগঞ্জ জেলা জাতীয় পার্টি ও বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, বন্দর থানা আওয়মী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কাজীম উদ্দিন প্রধান , বন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শালিমা হোসেন শান্তা।
বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের গকুলদাসের বাগে অবস্থিত জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে (১৯ ফেব্রয়ারি) শুক্রবার বিকাল ৩টায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় এক সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য নারায়নগঞ্জ -(৫) আসনের এম পি বীর মুক্তি যুদ্ধা এ কে এম সেলিম ওসমান ধামগড় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহম্মেদকে পূর্ণরায় ধামগড় ইউনিয়নের চেয়ারম্যন হিসেবে দেখতে চান।
তাছাড়া এসময় মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ হোসেন, বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, মদনপুর ইউপি চেয়ারম্যান এম এ সালাম, ধামগড় ইউপি’র সকল ওয়ার্ড মেম্বার, আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা, জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা লক্ষ্যজনতা উপস্থিতিতে মত বিনিময় সভা সম্পূর্ণ।

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 4 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

এই ক্যাটাগরীর আরো খবর