নারায়ণগঞ্জ প্রতিদিন:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর নয়াগাঁও গ্রামে আলাউদ্দিন হাজী ও বরকত মোল্লার সমর্থকদের মধ্যে দ্বিতীয় দফায় সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েক জন আহত হয়েছে। নিহতের নাম সমর আলী (৫০)। সে আলাউদ্দিন হাজীর সমর্থক বলে জানা গেছে। এ ঘটনায় উভয় গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদশীরা জানায়, শুক্রবার রাতের হামলা ও সংঘর্ষের ঘটনার জের ধরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আলাউদ্দিন হাজীর সমর্থকরা বরকত মোল্লার সমর্থকদের উপর পুলিশের উপস্থিতিতে হামলা চালায়। এসময় পাল্টা হামলায় নিহত হয় সমর আলী ।তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সোনারগাঁও থানার ইন্সপেক্টর (তদন্ত) খন্দকার মো. তবিদুর রহমান ।
Leave a Reply