নারায়ণগঞ্জ প্রতিদিন:
নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইরে আলী হোসেন নামের এক যুবককে এসিড ছুঁড়ে হত্যার চেষ্টার করেছে স্থানীয় সন্ত্রাসী সোহাগ ও সানী। তাদের ছুঁড়ে দেয়া এসিডে মাথা ও পুরো শরীর ঝলসে গেছে। আশঙ্কাজনক অবস্থায় আলী হোসেনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।
বুধবার রাতে মাসদাইর শেরে বাংলা রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আলী হোসেনের বড় ভাই আবদুর রহমান ফতুল্লা থানা একটি লিখিত অভিযোগ দিলেও পুলিশ এখনও তাদের গ্রেফতার করেনি।লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, মাসদাইর এলাকার আব্দুল জব্বারের পুত্র বাদীর ছোটভাই আলী হোসেন একজন অটোরিক্সার গ্যারেজ ব্যবসায়ী। বুধবার মধ্যরাতে অটোরিক্সার গ্যারেজ বন্ধ করে বাড়িতে যাবার সময় মাসদাইর গর্ভমেন্ট স্কুলের সামনে পৌছালে আগে থেকে ওৎ পেতে থাকা মাসদাইর শেরে বাংলা রোড এলাকার দাউদ মিয়ার পুত্র সোহাগ হোসেন (৩০) ও একই এলাকার পুকুল মিয়ার পুত্র সানি (৩০) সহ অজ্ঞাত আরো কয়েকজন তার পথরোধ করে। একপর্যায়ে বিবাদী সোহাগ তার হাতে থাকা এসিড আলী হোসেনের শরীরে ছুঁড়ে মারে। তার ছুঁড়ে মারা এসিডে আলী হোসেনের মাথা ঘাড় ও শরীরের অন্যান্য অংশ পুড়ে যায়। এসিড আলী হোসেনের সাথে থাকা গ্যারেজ কর্মচারী মিজানের ডান পা-ও ক্ষতিগ্রস্থ হয়। প্রথমে তাদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে তাদের কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, অভিযোগ পেয়েছি। আসামীদের গ্রেফতারে চেষ্টা করছি।
Leave a Reply