বিনোদন ডেক্সঃ
নাজ মাল্টিমিডিয়া প্রোডাকশন পরিবেশিত ও মনজুর এলাহীর প্রযোজনায় ‘নেতা ও ধর্ষণ নির্মূল নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করলেন তরুণ চলচ্চিত্র নির্মাতা ইমদাদুল হক মিজান।গল্পটি চলছে Naz Multimedia Production ইউটিউব চ্যানেলে।গল্প সম্পর্কে জানতে চাইলে পরিচালক বলেন-নেতা ও ধর্ষণ নির্মূল গল্পটি সমাজ থেকে,দেশ থেকে কিভাবে ধর্ষণ একেবারে নির্মূল করা যায় সেই বিষয় গুলো তুলে ধরা হয়েছে। এই গল্পটি যদি সবাই দেখে বিশেষ করে সমাজসেবী এবং নেতারা যদি দেখে তাহলে কিভাবে ধর্ষণ নির্মূল করা যায় তা সহজেই বুঝতে পারবে।তিনি আরো বলেন আমার এই গল্পে চলচ্চিত্রের একজন নায়ক এবং একজন খলনায়ক অভিনয় করেছেন।দুর্দান্ত অভিনয় করেছেন তারা।আমি আমার টিমের সকলের কাছে কৃতজ্ঞ।তিনি আরো বলেন ‘আমি এই পর্যন্ত যা কিছু করেছি সব সামাজিক সচেতনমুলক -শিক্ষামুলক গল্প করেছি।ভবিষতেও তাই করব।আমার মিলিয়ন ভিউ দরকার নেই আমার ভিডিওতে এক হাজার ভিউস হলেই আমি খুশী।তবে হ্যাঁ সেটা দেখে অন্তত একজন ব্যাক্তিও নিজেকে পরিবর্তন করে।আমি সকলের কাছে দোয়া চাই।
‘নেতা ও ধর্ষণ নির্মূল গল্পে অভিনয় করেছেন চিত্রনায়ক তুহিন খান-চলচ্চিত্র খলনায়ক সাংকো পাঞ্জা -সানজিদা -এস আই ফারুক-জিনাত সুলতানা পূনম সহ আরো অনেকে।
Leave a Reply