মঙ্গলবার, সেপ্টেম্বর ১৪, ২০২১




আড়াইহাজারে জুস কারখানায় অভিযান

নারায়াণগঞ্জ প্রতিদিনঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে  একটি জুস তৈরীর প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার  ব্রহ্মনদি এলাকায় এলাকায় এ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান। এসময় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এর পরিচালক  সোহেল আক্তার, জেলা ক্যাবের প্রতিনিধি  অমিতাভ চক্রবর্তী এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

সেলিমুজ্জামান জানান,বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে আড়াইহাজার উপজেলার ব্রহ্মনদি এলাকায় আবস্থিত মঞ্জুর ফুড প্রোডাক্টসকে মেয়াদ উর্ত্তীন কেমিক্যাল, বিএসটিআই অনুমোদন না নিয়ে পণ্যের গায়ে বিএসটিআই’র লোগো ব্যবহার করা, ক্ষতিকারক রং ও ফ্লেভার দিয়ে অবৈধ প্রক্রিয়ায় জুস তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ১০ হাজার, ৪৪ ধারায় ১০ হাজার টাকা এবং , ৫১ ধারায় ১০ হাজার টাকা টাকা জরিমানাআরোপ ও আদায় করা হয়েছে ।

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

এই ক্যাটাগরীর আরো খবর