নারায়ণগঞ্জ প্রতিদিন:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে রিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে বিল্লাহ হোসেন (৩৫) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। উপজেলার নোয়াপাড়া এলাকায় রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিল্লাহ হোসেন কিশোরগঞ্জ জেলার গোবিন্দপুর এলাকার আফসার উদ্দিনের ছেলে। তিনি মুন্সিগঞ্জের গজারিয়ায় এনজিও ব্র্যাকের ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।জানা গেছে, নিহত এনজিও কর্মকর্তা বিল্লাহ হোসেন বাড়ি থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন বিল্লাহ। পথে নোয়াপাড়া এলাকায় এলে একটি রিকশার সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এ সময় তিনি ছিটকে পড়েন রাস্তার উপর।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) শফিক এর সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply