রূপগঞ্জ প্রতিনিধিঃ
রূপগঞ্জে পৃথক ঘটনার অপরাধে ৮ জনকে আটক করেছে ভুলতা ফাঁড়ির পুলিশ।
গত মঙ্গলবার বিকালে গোলাকান্দাইল গোলচক্কর এলাকায় চোরাই অটো বিক্রির সময় ৫ জনকে আটক করে। ওদিকে রাতে মটর সাইকেল ছিনতাই করার সময় তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশ। অটোরিকশা চুরির দায়ে আটককৃতরা হলেন শাহাবুদ্দিনের ছেলে জুয়েল (১৭), আব্দুল আজিজের ছেলে লিটন(১৭), হেসেনের ছেলে ইসমাইল (১৫), জাকির মিয়ার ছেলে হৃদয়(১৬), জয়নালের ছেলে হৃদয় (১৬) সকলেই রূপগঞ্জ জাঙ্গীর মুড়িয়াব এলাকার বলে জানা যায়।
অপর দিকে রাত সাড়ে ১০টার দিকে ভুলতা গোলচত্তর এলাকা থেকে হোন্ডা ছিনতাইয়ের ঘটনায় তিন জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন সিদ্ধিরগঞ্জ গোদনাইল সৈয়দ পাড়া এলাকার মৃত জজ মিয়ার ছেলে আনোয়ার ওরফে আনার (৩২), আমির আলীর ছেলে আল- আমিন ও রূপগঞ্জের গোলাকান্দাইল দক্ষিণ পাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে বাবু (৩৫)।
পুলিশ ঘটনাস্থল থেকে ছিনতাই করা হোন্ডাটি উদ্ধার করেন। ছিনতাইকারীদের কাছ থেকে একটি প্রাইভেট কার আটক করেন।
ভুলতা ফাঁড়ির ইনচার্জ মোঃ আনিচুর রহমান মোল্লা জানান আটককৃতদের মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply