নারায়ণগঞ্জ প্রতিদিন:
নারায়ণগঞ্জের গোপচর এলাকায় ১০০ টাকার প্রলোভন দেখিয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণ অভিযোগ উঠেছে । এ ঘটনায় আবদুল মান্নান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার গোপচরের সুকুমপট্টী এলাকায় এ ঘটনাটি ঘটে । ধর্ষক আবদুল মান্নান পেশায় একজন রাজমিস্ত্রি সে গোপনগর ইউনিয়ণ পরিষদের ২ নং ওয়ার্ড মেম্বার মোক্তার হাজির বাড়ির ভাড়াটিয়া ও মৃত সিরাজ সরদারের ছেলে।
জানা গেছে ,পুলিশ এ ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে স্থানীয়রা। বর্তমান মেম্বার মোক্তার হোসেনের বাড়িতে ভাড়া থাকার সুবাধে ওই মেম্বার মোটা টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য চেষ্টা করছে।
প্রত্যক্ষর্দশীদের বরাত দিয়ে সদর মডেল থানার এস আই নুরুজ্জামান জানান, ১০ বছরের শিশুকে র্ধষনের অভিযোগে আবদুল মান্নান নামে একজনকে স্থানীয়রা আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনা স্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়েছে। পুলিশ এ ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছে।
Leave a Reply