নারায়াণগঞ্জ প্রতিদিনঃ
অনেক না ভোলার মতো স্মৃতির সঙ্গে নিজের আইকনিক ১০ নম্বর জার্সিটিও বার্সেলোনায় রেখে গেছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। তার বিদায়ের পর এখন এই দশ নম্বর জার্সির কী হবে, তা বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে।
ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোর পর প্রায় এক যুগের বেশি সময় বার্সেলোনার ১০ নম্বর জার্সিটি পরেছেন মেসি। রোনালদিনহো প্রস্তাব দিয়েছিলেন, মেসি ক্লাব ছাড়লে অথবা অবসর নিলে তার ১০ নম্বর জার্সিটিও যেন তুলে রাখে বার্সেলোনা।
কিন্তু লা লিগার নিয়ম মোতাবেক, ক্লাবের কোনো জার্সি পুরোপুরি তুলে রাখা যাবে না। যেমনটা দেখা যায় এনবিএ অথবা সিরি আ’তে। এমনকি ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসিও জিয়ানফ্রাংকো জোলার স্মরণে নিজেদের ২৫ নম্বর জার্সিটি তুলে রেখেছে।
নিয়মের গ্যাঁড়াকলে পড়ে লা লিগায় হয়তো এটি করতে পারবে না বার্সেলোনা। তবে রোববার রাতে জুভেন্টাসের বিপক্ষে হুয়ান গাম্পার ট্রফিতে কেউ পরেননি দশ নম্বর জার্সি। তাই একটা সম্ভাবনা রয়েছে যে,পুরো মৌসুমেই ১০ নম্বর জার্সি ছাড়াই খেলবে বার্সেলোনা।
Leave a Reply