নারায়ণগঞ্জ প্রতিদিন:
‘বিজয়ীনি’ অনুষ্ঠানটি সাজানো হয়েছে শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও রিকশা চালিয়ে সংসারের হাল ধরা রোজিনাকে নিয়ে।বিশ্বময় পুরুষশাসিত সমাজ নারীকে অবরুদ্ধ করে রাখা সত্বেও যুগে যুগে নারী তার আগল ভেঙে বের হয়ে আসতে চেষ্টা করেছে। নারীরাও এখন পুরুষের সমকক্ষ, নারী আজ তা প্রমাণ করেছে। প্রমাণিত হয়ছে বেগম রোকেয়ার সেই বিখ্যাত বাণী, যাহা যাহা পুরুষ পারিবে, তাহা তাহা নারীও পারিবে।আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘বিজয়ীনি’ প্রচার হবে ৮ মার্চ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এটিএন বাংলায়।
Leave a Reply