নারায়ণগঞ্জ প্রতিদিন:
নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের বাগিচাপাড়া এলাকায় প্রাচীনতম শ্রী শ্রী শ্মশান কালীবাড়ি মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটিয়েছে বলে জানায় মন্দির কমিটি।মন্দির কমিটির সম্পাদক সুবল চন্দ্র চৌধুরী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পূজারি সন্ধ্যা আরতি শেষে মন্দিরের কেঁচিগেটে এবং প্রধান ফটক তালাবদ্ধ করে চলে যান।তারপর শুক্রবার সকালে প্রতিবেশী শিবানী তালুকদার মন্দির প্রাঙ্গণে পূজার ফুল তুলতে গিয়ে দেখেন মন্দিরের কেঁচিগেটের ফাঁক দিয়ে লম্বা এক বাঁশ ঢুকিয়ে কে বা কারা শ্মশান কালী প্রতিমার মাথা ভেঙে মাটিতে ফেলে রেখেছে।তিনি তাৎক্ষনিকভাবে এলাকার লোকজন ও কমিটির নেতৃবৃন্দকে জানালে নেতৃবৃন্দ মন্দিরে উপস্থিত হয়ে দুর্গাপুর থানায় বিষয়টি অবহিত করেন।এ ঘটনায় মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুবল চন্দ্র চৌধুরী বাদী হয়ে দুর্গাপুর থানায় এক লিখিত অভিযোগ করেন। এ ব্যাপারে ওসি শাহনুর এ আলম বলেন, এ অভিযোগ পেয়েছি, ঘটনাটি সুষ্ঠু তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply