নারায়ণগঞ্জ প্রতিদিন :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর এলাকায় একটি ব্যাটারি কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রনে নিতে সোনারগাঁয়ের পাশাপাশি গজারিয়া, ডেমরা ও নারায়ণগঞ্জ স্টেশনের সহায়তা নেয়া হচ্ছে। রোববার ৩ জানুয়ারী সকাল ১০ টা ৪৫ মিনিটে ওই কারখানায় এ ঘটনা ঘটে।
সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ম্যান মো.সাগর মিয়া জানান, সকাল সাড়ে দশটার পর উপজেলার সাদিপুর এলাকায় একটি ব্যাটারি কারখানায় আগুনের তথ্য পাই। আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। এছাড়াও গজারিয়া, ডেমরা, নারায়ণগঞ্জ থেকে আরও বেশ কয়েক ইউনিট আসছে। বর্তমানে সাতটি ইউনিট কাজ করছে।
কারখানাটির শ্রমিকরা জানান, সকালে কাজে যোগদান করার পরপরই আগুন লাগে। এতে অনেক ক্ষয়ক্ষতি হবে বলে মনে হচ্ছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে আমরা কাজ শুরু করেছি। তবে প্রধান ফটক নির্মাণাধীন থাকায় ভেতরে প্রবেশে বেগ পেতে হচ্ছে আমাদের। এরিপোট লেখা পর্যন্ত দুপুর ২:২০ মিনিট ফায়ার সার্ভিস এর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিস্তারিত আসছে——
Leave a Reply