নারায়ণগঞ্জ প্রতিদিন:
স্বাস্থ্য অধিদপ্তর থেকে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জে ১ লাখ ৫৬ হাজার করোনার টিকা এসে পৌঁছেছে।
মঙ্গলবার রাতে জেলা সিভিল সার্জনের কার্যালয় এসে পৌঁছায় এ টিকা।
বেক্সিমকো ফার্মার নিজস্ব গাড়িতে স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই ইঞ্জিনিয়ার আব্দুল করিম জেলা সিভিল সার্জন ডাক্তার মোঃ ইমতিয়াজ এর নিকট এ টিকা হস্তান্তর করেন।
এ সময় জেলা সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা এবং সদর উপজেলা করোনা ফোকাল পার্সন ডাক্তার জাহিদুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
করোনার টিকা পেয়ে জেলা সিভিল ডাক্তার সার্জন ইমতিয়াজ জানান, টিকা গুলো সংরক্ষণাগার রাখা হয়েছে। আপাত ৬ টি স্থানে অর্থাৎ খানপুর ৩০০ শয্যা হাসপাতাল, ১০০ শয্যা ভিক্টোরিয়া হাসপাতাল এবং সদর উপজেলা সহ আরো চারটি উপজেলায় একযোগে করোনা টিকা দেয়া হবে। তবে ‘করোনা সুরক্ষাা’ অ্যাপের মাধ্যমে যারা নিবন্ধন করবেন কেবল তাদেরকেই ৭ জানুয়ারি টিকার আয়তায় আনা হবে। করোনা সুরক্ষা অ্যাপে নিবন্ধন ছাড়া কাউকেই টিকার আওতায় আনা যাবে না বলেও জানালেন সিভিল সার্জন।
Leave a Reply