নারায়ণগঞ্জ প্রতিদিন নিউজ:
বর্তমান সমাজে রন্ধে রন্ধে বিষাধর সাপের মত জড়িয়ে পড়েছে জীবন বিনাশী নীল নেশা মাদকদ্রব্য। এ এক তীব্র নেশা হাজার হাজার তরুণ, তরুণী এ নেশায় আসক্ত। দাবানলের মত তা ছড়িয়ে পড়েছে বাংলাদেশের বিভিন্ন শহরে, শহরতলীতে, গ্রামে, গ্রামান্তরে এবং এমন কি শিদরজায়ও। এ মাদকদ্রব্য নিয়ে সোনারগাঁয়ে সাংবাদিক এবং কবি জামান ভূইয়ার একটি কবিতা।
” মাদক একটি অভিশাপ
—–জামান ভূঁইয়া
মাদক নামের অভিশাপ দেশে ভরপুর ,
কেমন করে দেশ থেকে করবে মাদক দূর ?
কেউ করে ধূম পান কেউ মদ খায় ,
কেউ নাকি খায় বাবা খেয়ে মজা পায় ।
কলকির ভিতর আগুন দিয়ে মারে টান সুখে ,
গাঁজা নাকি সিদ্ধি খায় ধূঁয়া নাকে মুখে ।
কত নামে আছে মাদক বলবো কত আর ,
নাম যত থাকুক ভাই সামনে অন্ধকার ।
কত পরিবার হলো ধ্বংস মাদকের কারনে ,
মা’ বাবার যায় ইজ্জৎ মাদকের সেবনে ।
ছেলে মেয়ে করে সেবন ইয়াবা আর গাঁজা ,
ফেনসিডিল করে পান হয়ে যায় রাজা ।
যুব সমাজ হয় ধ্বংস মাদক সেবন করে ,
দেশ জাতি হবে ধ্বংস বুঝবে সবাই পরে ।
মাদক নামের অভিশাপ থাকবে যত দিন ,
দেশ থাকবে অন্ধকারে সবাই জেনে নিন ।
Leave a Reply