বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২০




পাল্টে গেছে আড়াইহাজার সাব রেজিষ্ট্রার অফিসের চালচিত্র

শাহজাহান কবির,আড়াইহাজার :
নারায়নগঞ্জের আড়াইহাজারে নুতন সাবরেজিষ্টার সফিউল বারী যোগদানের পর পরই পাল্টে গেছে আড়াইহাজার সাব রিেজষ্টার অফিসের চালচিত্র।
সফিউল বারী গত ৭ নভেম্বর ২০১৯ ইং আড়াইহাজারের অতিরিক্ত সাব রেজিষ্টার হিসেবে যোগদান করেন। তিনি রুপগঞ্জে স্থায়ী সাব রেনজিষ্টারের দায়িত্ব পালন করে সপ্তাহে বুধ এবং বৃহসাপতিবার আড়াইহাজারের অতিরিক্ত সাব রেজিষ্টার হিসাবে সফলতার সহিত কাজ করছেন। যোগদানের পর সাব রেজিষ্টার অফিসে কর্মরত সকলকে নিয়ে মিটিং করে অফিসে ঘুষ এবং দুর্নীতি না করতে নির্দেশ দেন। সকলকে নিয়ে আড়াইহাজার সাব রেজিষ্টার অফিসকে ঘুষ , দুর্নিতী এবং দালাল মুক্ত করার অঙ্গিকার করেন। আড়াইহাজারের দলিল লেখকদের প্রতি ও তার করা হুসিয়ারী যাতে তারা নকল কাগজ পত্র নিয়ে দলিল না করেন। আর কোন দলিল লেকখ যদি ভুয়া কাগজ পত্র দিয়ে দলিল করাতে আসেন তা ধরা পরলে তার লাইসেন্স বাদ সহ আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষনা দেন। তার এসব পদক্ষেপের ফলে অফিসে সেবা নিতে আসা সকলেই খুশি। সররজমিনে দেখা যায় বুধ এবং বৃহস্পতিবার সকাল ৯ টায় অফিসে উপস্থিত হয়ে বিরামহীন ভাবে রাত ৯টা পর্যন্ত আড়াইহাজেরর জনগেেক সেবা দিয়ে যাচ্ছেন। অফিসের ভিতরে এবং বাহীরে এখন আর কোন দালল চক্রের সমাগম দেখা যায় না।
সফিউল বারী জানান , আমি যতদিন এ পদে কাজ করি ততদিন সৎ এবং নিষ্টার সহিত কাজ করে যাব। প্রয়োজনে চাকুরী ছেড়ে দেব তবু কোন অবৈধ কাজ করব না এবং করতে দেবনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + nine =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

এই ক্যাটাগরীর আরো খবর