নারায়ণগঞ্জ প্রতিদিন :
নায়ক সাত্তার মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে নেয়ার সময় মারা গেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
তিনি বেড়ে উঠেছেন নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়ার ফুল কুটিরের হাজি মোঃ মোক্তার হোসেনর ছেলে।। বর্তমানে গোগনগরে বাস করতেন। চলচ্চিত্রে নতুন মুখের সন্ধানে ইন্টারভিউ দিয়ে সুযোগ পেয়েছিলেন তিনি।
এরপর‘পাগলী’, ‘রঙ্গীন রূপবান’, ‘রঙ্গীন কাঞ্চনমালা’, ‘ঘর ভাঙা সংসার’, ‘রঙ্গীন রাখালবন্ধু’, ‘রঙ্গীন আলোমতি প্রেমকুমার’, ‘পাতাল বিজয়’, ‘রাজবধূ’, ‘রঙ্গীন সাতভাই চম্পা’, ‘ভিখারীর ছেলে’, ‘মধুমালা মদনকুমার’, ‘বেদকন্যা পঙ্খিরানী’, ‘মোহনবাঁশি’, ‘রঙ্গীন অরুণ বরুণ কিরণ মালা’, ‘জেলের মেয়ে রোশনী’, ‘বনবাসে বেদের মেয়ে জোছনা’, ‘ভালোবাসার যুদ্ধ’, ‘ইজ্জতের লড়াই’, ‘স্বামীহারা সুন্দরী’ এবং ‘চাচ্চু আমার চাচ্চু’ সহ প্রায় ১১০ টির মতো ছবিতে অভিনয় করেছেন ।
সাদা কালোর যুগের জনপ্রিয় ফোক ছবিগুলো আশির দশকে রিমেক হলেই নায়ক সাত্তার এর ডাক পরতো।
এই কিংবদন্তি নায়কের জানাযা হবে বুধবার সকাল ৯ টায় তার উকুলপাড়াস্থ বাসভবনের সামনে। দাফন করার কথা রয়েছে মাসদাইর কবরস্থানে।
Leave a Reply