বন্দর প্রতিনিধি:
দীর্ঘ ৪৩ দিন অতিবাহিত হলেও বন্দরে কলাগাছিয়া নৌ-পুলিশ কর্তৃক উদ্ধারকৃত অজ্ঞাত (৮) বছরের এক কন্যা শিশু লাশের নাম পরিচয় এখনো মিলেনি। গত ১৯ অক্টবর সোনারগাঁ থানার সম্ভুপুরাস্থ জনৈক মতিনুর মিয়ার বাড়ী দক্ষিন পাশে মেঘনা শাখা নদী থেকে ওই শিশুর লাশটি উদ্ধার করে নৌ-পুলিশ। এ ব্যাপারে কলাগাছিয়া নৌ-পুলিশ বাদী হয়ে সোনারগাঁ থানায় অপমৃত্যু মামলা রুজু করেছেন। যার অপমৃত্যু মামলা নং- ৪২। এ ব্যাপারে কলাগাছিয়া নৌ-ফাঁড়ী উপ-পরিদর্শক ফেরদৌস গনমাধ্যমকে জানান, গত ১৯ অক্টবর কলাগাছিয়া ফাঁড়ী পুলিশ সোনারগাঁ থানার সম্ভুপুরা এলাকার মেঘনা শাখা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক শিশু কন্যার লাশ উদ্ধার করে। পরে উক্ত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের র্মগে প্রেরণ করেছে। লাশ উদ্ধারের ৪৩ দিন অতিবাহিত হলেও উক্ত লাশের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে নিহত লাশের নাম পরিচয় জানার জন্য আমাদের চেষ্টা অব্যহত রয়েছে বলে জানান। লাশের উচ্চতা হবে সাড়ে ৩ ফুট। পড়নে ছিল সবুজ রং এর সেলোয়ার ও গায়ে লালের ভিতরে সাদা ফোট ফোট সট জামা।
Leave a Reply