নারায়নগঞ্জ প্রতিদিন: বন্দরে অগ্নিকান্ডে ৩ টি তুলার গুদাম ভস্মীভুত হওয়ার খবর পাওয়া গেছে। গত ১ ডিসেম্বর মঙ্গলবার রাত সাড়ে ৭ টায় বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ভাংতি এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকান্ডের ঘটনায় আহত বা নিহত হওয়ার কোন সংবাদ পাওয়া যায়নি। সংবাদ পেয়ে বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩ টি ইউনিট প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় রাত ১০ টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে বন্দর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। তাৎক্ষনিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। অগ্নিকান্ডের সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বন্দর থানার ওসি ফখরুদ্দীন ভুইয়া জানান, গত ১ ডিসেম্বর মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে ধামগড় ইউনিয়নের কুড়িপাড়া ভাংতি এলাকার মোশারফের তুলার গুদাম ও প্রেসে আগুন লাগে। সাথে সাথে আগুন অপর দুই গুদামে ছড়িয়ে পড়ে । এতে ৩টি গুদামে রাখা তুলা পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
Leave a Reply