জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং-এ নতুন স্লোগান
“ জীবনকে ভালবাসুন, মাদক থেকে দূরে থাকুন ”
নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম॥
‘জীবনকে ভালবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ এই স্লোগানকে সামনে রেখে মাদক নিয়ন্ত্রন সংক্রান্ত বিষয়ে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও তথ্য অফিরের যৌথ উদ্যোগে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জেলা তথ্য অফিসের জেলা কর্মকর্তা সিরাজ উদ্দৌলার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক বিল্পব কুমার মোদক, নারায়ণগঞ্জ সদর নৌ-থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু তাহের খান, বাংলাদেশ টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান, নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম ও আজকের নীরবাংলা ডট কম এর সম্পাদক ও প্রকাশক এবং আমার সংবাদ পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মো. আবদুল্লাহ আল মামুন,নারায়ণগঞ্জ নিউজ২৪.ডটকম’র সম্পাদক মনির হোসেন, মানব কল্যান পরিষদের চেয়ারম্যান এম.এ মান্নান ভূইয়া, হাবিবুর রহমানসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান বলেন, জঙ্গী নির্মূলে সরকার ও প্রশাসন যেভাবে শক্ত হাতে দমন করেছে ঠিক তেমনিভাবে দেশ তথা সমাজ থেকে মাদক’কে নির্মুল করতে হবে। এজন্য প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ হওয়া। সেই সাথে প্রচার ও প্রচারনার মাধ্যমে জন সচেতনতা বৃদ্ধি করাও একান্ত জরুরী।
জেলা তথ্য অফিসের কর্মকর্তা সিরাজ উদ্দৌলা বলেন, মাদক নির্মুলে সাংবাদিকসহ সকল পেশার মানুষের সহযোগীতা থাকলে এক সময় মাদক মুক্ত বাংলা বিনির্মান করা সম্ভব হবে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক বিল্পব কুমার মোদক বলেন, মাদক নিয়ন্ত্রনে আমরা বিভিন্ন ভাবে প্রচার-প্রচারনা চালিয়ে আসছি। দেশ থেকে মাদক দূর করতে হলে আমরা সাংবাদিকসহ সমাজের সকল স্তরের মানুষের সহযোগী কামনা করছি। আর সকলে একত্রিত হলে এক সময় মাদক নামক বস্তুটি আর থাকবে না।
নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম’র সম্পাদক ও প্রকাশক মো. আবদুল্লাহ আল মামুন বলেন, মাদক বিক্রেতা, খুচরো বিক্রেতা ও সেলসম্যানদের গ্রেফতার করলে চলবে না। তাদের কাছ থেকে তথ্য নিয়ে পেছনে থাকা গডফদারদেরকেও আইনের আওতায় নিয়ে আসতে হবে। মাদকের বিষয়ে জিরো ট্রলারেন্সে থাকতে হবে প্রশাসনকে। সেই সাথে সকল শ্রেনী পেশার মানুষকে নিয়ে একটি প্লাট ফর্ম তৈরি করে বিশেষ প্রচার প্রচরনার মাধ্যমে স্কুল, কলেজ,বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে কাজ করতে হবে। তাহলেই এক সময় মাদকের ভয়াবহ ছোঁবল থেকে দেশ ও যুব সমাজকে রক্ষা করা সম্ভব হবে।
Leave a Reply