প্রতীক্ষার প্রহর বইটির শুভ মোড়ক উন্মোচন
নিজস্ব প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন.কম
ক্রাইম নিউজ মিডিয়া (সি.এন.এম) সংস্হার উদ্দ্যোগে গত ২৪ ফেরুয়ারী রোজ বুধ বার সেগুন বাগিচা বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ অডিটোরিয়ামে ৪ ঘটিকার সময় “মাতৃভাষা বাংলার আন্তজাতিক স্বীকৃতি ও আজকের প্রত্যাশা” শীষক আলোচনা সভা গুনিজন সম্বধনা ও শফিকুল আরজু কবিতা বই প্রতীক্ষার প্রহর বইটির শুভ মোড়ক উন্মোচন হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির কাছ থেকে রুপগঞ্জের আম্বিয়া হক ডলি সমাজ সেবিকা হিসেবে সন্মাননা গ্রহন করছেন অবসর প্রাপ্ত ডিআইজি-মোঃ আনোয়ার হোসেন ,ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রধান,সিনিয়র সহ-সভাপতি পরিবেশও মানবাধিকার সংরক্ষন এসিড ও ড্রাগ এন্টি সাংবাদিক.ঢাকা জেলা-মোঃ সাহেব আলী চৌধুরী, বিএফইউজের প্রচার সম্পাদক-মোঃ জাকির হোসেন এর কাজ থেকে।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সি.এন.এম এর প্রধান সম্পাদক-মোহাম্মদ শাহ জাহান।
Leave a Reply