রবিবার, জুলাই ২৪, ২০১৬




নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের জনপ্রশাসন পদক প্রাপ্তিতে ফুলের শুভেচ্ছা গ্রহন

nganj dc copyবিশেষ প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক সুশাসন পরিচালনায় জনপ্রশাসন পদক প্রাপ্তিতে ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: আনিছুর রহমান মিঞা ও রেডিও নারায়ণগঞ্জ টিম। রবিবার (২৪ জুলাই) সকালে জেলা প্রশাসক সভাকক্ষে মাসিক স্টাফ মিটিংয়ে জেলা প্রশাসনের সকল কর্মকর্তারা রেডিও নারায়ণগঞ্জ’র উপদেষ্টা আনিছুর রহমান মিঞা, ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন আরা, চিফ প্রোগ্রাম প্রডিউসার ও সহকারী কমিশনার ফারহানা আফসানা চৌধুরী এবং স্টেশন ম্যানেজার ও সহকারী কমিশনার জয়া মারীয়া পেরেরা কে ফুলের শুভেচ্ছা জানান।
শুভেচ্ছান্তে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: গাউছুল আজম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার চৌধুরী, সহকারি ভূমি কর্মকর্তা (বন্দর) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনে আরা বীণা, সহকারি ভূমি কর্মকর্তা (সিদ্ধিরগঞ্জ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিলু রায়, সহকারি ভূমি কর্মকর্তা (সদর) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম আলী বেগ এবং সহকারি ভূমি কর্মকর্তা (ফতুল্লা) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা বারিক ।
এসময় জেলা প্রশাসক বলেন, সরকারী কর্মকর্তাদের জন্য সরকার বেতন বাড়ানোসহ বিভিন্ন সুযোগ সুবিধা দান করেছেন। আর এই সুযোগ সুবিধার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য সকলের উচিত জনগণের সেবায় কাজ করা। শুধুমাত্র জনগণের সেবার মাধ্যমেই ভাল কর্মফলের স্বীকৃতি স্বরূপ সরকার আপনাদেরও পুরস্কৃত করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

এই ক্যাটাগরীর আরো খবর