শনিবার, জানুয়ারি ২৩, ২০১৬




অনলাইন পত্রিকার নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত এখন নয়॥তথ্যমন্ত্রী

052অনলাইন পত্রিকার নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত এখন নয়॥তথ্যমন্ত্রী
প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডটকম : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘দেশে সাইবার অপরাধ দমনে আইন প্রণয়নের কথা ভাবছে সরকার। আইন না থাকায় অনেকে ফেসবুকসহ বিভিন্ন অনলাইনে অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।’শনিবার দুপুরে ফেনী সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে সারা দেশে কি পরিমাণ অনলাইন পত্রিকা আছে তা নিরূপণে সরকার অনলাইন পত্রিকার মালিকদের কাছ থেকে নির্দিষ্ট আবেদনের মাধ্যমে তথ্য সংগ্রহ করছে। এটি নিবন্ধনের জন্য নয়, কেবল সরকারের তদারকির জন্য। নিবন্ধনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত হলে আবেদনের মাধ্যমে নিবন্ধন দেওয়া হবে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইনু বলেন, ‘প্রিন্ট মিডিয়া অনলাইন ভার্সন করার বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
মতবিনিময়কালে ফেনী পুলিশ সুপার মো. রেজাউল হক পিপিএম, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. আমিরুল আলম, জেলা জাসদের সভাপতি প্রকৗশলী বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কাশেম এলএলবি উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 10 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

এই ক্যাটাগরীর আরো খবর