শনিবার, ফেব্রুয়ারি ২০, ২০১৬




মোহাম্মদপুরের একটি বাসা থেকে বোমা উদ্ধার

মোহাম্মদপুরের একটি বাসা থেকে বোমা উদ্ধার
map mohmmadpurনিউজ ডেস্ক,নারায়ণগঞ্জ প্রতিদিন.কম
রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের একটি বাসা থেকে পুলিশ বেশ কিছু বোমা উদ্ধার করেছে।
শুক্রবার রাতে অভিযান চালিয়ে বোমাগুলো উদ্ধার করা হয়। অবশ্য পুলিশ এখান থেকে কাউকে আটক করতে পারেনি।
পুলিশের দাবি, শুক্রবার রাতে বাড্ডার সাঁতারকুলে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ-ডিবি। এ সময় জঙ্গিদের সঙ্গে ডিবির গোলাগুলি হয়। এতে দুই পুলিশ সদস্য আহত হন।
এছাড়া পুলিশ দু’জনকে আটক করে। তাদের দেয়া তথ্যে মোহাম্মদপুরের ওই বাসা থেকে রাতেই বোমাগুলো উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ)মারুফ হোসেন সরদার জানান, উদ্ধারের পর বোমাগুলো নবোদয় হাউজিংয়ের একটি ফাঁকা জায়গায় রেখে নিষ্ক্রিয় করার কাজ চলছে।
সেখানে পুলিশের নতুন ইউনিট কাউন্টার টেরোরিজমের প্রধান উপমহাপরিদর্শক (ডিআইজি) মনিরুল ইসলাম উপস্থিত আছেন।
মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বাড্ডায় আটক জঙ্গিদের কাছ থেকে পাওয়া তথ্যে মোহাম্মদপুরে এই অভিযান চালানো হয়। বাসার আলামত দেখে আনসারুল্লাহ বাংলা টিমের কাজ বলে পুলিশ ধারণা করছে।
তিনি আরও জানান, বাড্ডা এবং মোহাম্মদপুরের ঘটনা একইসূত্রে গাঁথা। বাড্ডা তাদের হেড অফিস আর মোহাম্মদপুরে নবোদয় হাউজিংয়ের বি ব্লকের ২৮ নম্বর বাসা তাদের বোমা তৈরির কারখানা।মোহাম্মদপুর এলাকা থেকে কাউকে পুলিশ আটক করতে পানেনি। তবে ওই বাসার মালিক মাওলানা আব্দুল মালেককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।এছাড়া একই অভিযানে ওই ভবনের পাঁচতলার অপরদিকের ফ্ল্যাট থেকে অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত ১২ জনকে আটকের দাবি করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

এই ক্যাটাগরীর আরো খবর