ভেড়ামারার হিসনা নদীর উপর ব্রীজ নির্মানের দাবী
ভেড়ামারা প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন.কম
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের বিলশুকা ভবানীপুর এলাকা ও উপজেলা চত্বর এর পিছনে হিসনা নদীর কোন ব্রীজ না থাকায় জনগনের চরম দূর্ভোগ সৃষ্টি হয়েছে। এলাকাবাসী হিসনা নদীর উপর নতুন ব্রীজ নির্মানের দাবী জানিয়েছেন।
এলাকাবাসীর লিখিত সুত্রে জানা গেছে, ভেড়ামারা উপজেলা চত্বরের পিছনের রযেছে হিসনা নদী। হিসনা নদী পার হলে অবহেলিত বিলশুকাভবানীপুর এলাকা। উপজেলার ধরমপুর ইউনিয়নের বিলশুকা ভবানীপুর এলাকা ও উপজেলা চত্বরের পিছনে হিসনা নদী বয়ে গেছে। হিসনা নদীর উপর ব্রীজ না থাকায় জনসাধরনরে চলাচলের চরম অসুবিধা হচ্ছে। সামন্য বৃষ্টি হলে হিসনা নদী পার হওয়া অসম্ভব হয়ে পড়ে। বিলশুকা এলাকায় কোন মাদ্রসা, স্কুল ও কলেজ নেই। সে কারণে ছাত্র-ছাত্রীরা তাদের শহরের নিজস্ব প্রতিষ্ঠানে যেতে পারে না। প্রায় ২ কিলোামটার ঘুরে তার প্রতিষ্ঠানে যেতে হয়। বর্ষ কালে হিসনা নধীর পানি বৃদ্ধি হলে নৌকা দিয়ে জনসাধারন চলাচল করে থাকে। উক্ত এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনী। এলাকাবাসীর দাবী দ্রুত হিসনা নদীর উপর একটি নতুন ব্রীজ নির্মান।
বিলশুকা ভবানীপুর এলাকার ইউনুছ আলী নায়েব জানান, একটু বৃষ্টি হলে হিসনা নদী পার হয়ে শহরের যাাওয়া অসম্ভব হয়ে পড়ে। এর ফলে কোন যানবহন চলাচল করতে পারে না।
এ ব্যাপারে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি, প্রধান প্রকৌশলী, এল,জি,ই,ডি ভবন, ঢাকা, জেলা প্রশাসক কুষ্টিয়া, নির্বাহী প্রকৌশলী, এল,জি,ই,ডি, কুষ্টিয়া, উপজেলা নির্বাহী অফিসার, ভেড়ামারা, উপজেলা প্রকৌশলী, ভেড়ামারা, সভাপতি/সাধারণ সম্পাদক, প্রেসক্লাব, ভেড়ামারা, কুষ্টিয়াসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছে
Leave a Reply