নাঃগঞ্জ শীতলক্ষ্যা বিদ্যুৎ গ্রীডে ভয়াবহ অগ্নিকান্ড
নিজস্ব প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন.কম
নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে অতী দ্রুত ঢাকা, মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট প্রায় আড়াই ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছেন।
বুধবার (১৩ এপ্রিল) ভোর ৫ টায় শহরের শীতলক্ষ্যা বাটা কোম্পানীর মাঠ এলাকায় স্থাপিত বিদ্যুৎ সঞ্চালন গ্রীডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
উক্ত গ্রীডে অগ্নিকান্ডের পর ভোর ৫টা থেকে বিদ্যুৎহীন হয়ে যায় নগরীর একাংশ। নিতাইগঞ্জ, নলুয়াপাড়া, তোলারাম মোড়, শীতলক্ষা, তামাকপট্টী সহ পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ না থাকায় দূর্ভোগে পড়েন উক্ত এলাকার কয়েক হাজার বাসিন্দা।
ভোর থেকেই পানির জন্য চলে উক্ত এলাকা গুলোতে হাহাকার। অনেকের বাড়ীতে বন্ধ হয়েছিল রান্নার কাজ। এতে করে অনেক কর্মজীবি মানুষ নাস্তা না করেই বাসা থেকে কর্মস্থলে চলে যায়।
এ বিষয়ে মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল আহাদ জানান, শীতলক্ষ্যা বিদ্যুৎ সঞ্চালন লাইনে অগ্নিকান্ডের সংবাদ শুনে ভোর ৫ টা ১০ মিনিটে মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট, হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ও ঢাকা থেকে ৪ টি ইউনিট এসে দীর্ঘ আড়াই ঘন্টা চেষ্টা চারিয়ে সকাল সোয়া ৭ টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
তিনি আরো বলেন, ধারনা করা হচ্ছে বিদ্যুতের ওভার লোডের কারনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে। এব্যাপারে তদন্তের পর বিস্তারিত জানা যাবে। তবে অগ্নিকান্ডে বৈদ্যুতিক ট্রান্সফর্মার, দামী ক্যাবল পুড়ে যাওয়ায় কয়েক কোটি টাকার ক্ষতি সাধন হতে পারে বলে জানান তিনি।
ডিপিডিসি শীতলক্ষ্যা জোনের এক কর্মকর্তা জানান, বিদ্যুৎ সঞ্চালন লাইনে অগ্নিকান্ডের ফলে নগরীর পূর্ব জোনের একাংশ বিদ্যুৎহীন থাকে। সন্ধ্যায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
Leave a Reply